আমোরিমের বিদায়ের পরও জয় পেল না ম্যানইউ

রুবেন আমোরিমকে বরখাস্ত করার পর প্রথম ম্যাচেই জয়শূন্য থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে প্রিমিয়ার লিগে অবনমন শঙ্কায় থাকা বার্নলির মাঠ টার্ফ মুরে ২–২ গোলে ড্র করেছে রেড ডেভিলরা।

এই ড্রয়ে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে অবস্থান বার্নলির।

অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচারের অধীনে এটি ছিল ইউনাইটেডের প্রথম ম্যাচ। আমোরিমের ব্যবহৃত তিন ডিফেন্ডারের ফর্মেশন বাদ দিয়ে খেলায় নামলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি।

ম্যাচের ১৩ মিনিটে ইউনাইটেড ডিফেন্ডার আয়ডেন হেভেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্নলি। প্রথমার্ধ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। ৫০ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো বল থেকে গোল করে সমতা ফেরান বেনিয়ামিন সেস্কো। ৬০ মিনিটে প্যাট্রিক ডরগুর ক্রসে ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

তবে ৬৬ মিনিটে জেইডন অ্যান্থনির গোলে আবারও সমতায় ফেরে বার্নলি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্রতেই শেষ হয়।

এই ফলাফলে ম্যান ইউনাইটেড সমর্থকদের হতাশা আরও বাড়ল। ম্যাচের আগে ক্লাবের মালিকানার বিরুদ্ধেও প্রতিবাদ জানাতে দেখা যায় সফরকারী সমর্থকদের। অবনমন অঞ্চলের দলগুলোর বিপক্ষে টানা দুই ম্যাচে জয়হীন থাকল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

– এমইউএম