আফ্রিকা কাপ অব নেশন্সে কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়েছে। শেষ দল হিসেবে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে আইভরি কোস্ট। শেষ ষোলোতে বুরকিনা ফাসোকে ৩–০ গোলে হারিয়ে দাপুটে জয় পায় আমাদ দিয়ালোর দল।
ম্যাচের ২০ মিনিটে গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন আমাদ দিয়ালো। এরপর আরও দুটি গোল যোগ করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টের প্রতিপক্ষ মোহামেদ সালাহর মিশর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি, বাংলাদেশ সময় রাত ১টায়।
এর আগে পঞ্চম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে মিশর। শেষ ষোলোতে তারা বেনিনকে ৩–১ গোলে হারায়। ওই ম্যাচে একটি গোল করেন অধিনায়ক মোহামেদ সালাহ। গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মিশর তিন ম্যাচে দুই জয় ও এক ড্র নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল।
কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া বাকি ছয় দল হলো—সেনেগাল, মালি, নাইজেরিয়া, আলজেরিয়া, ক্যামেরুন ও স্বাগতিক মরক্কো। এই দলগুলোর মধ্যে একমাত্র ব্যতিক্রম মালি। অন্য সাত দল অন্তত একবার করে আফ্রিকা কাপ জিতলেও মালির সর্বোচ্চ সাফল্য রানার্সআপ। ১৯৭২ সালে তারা ফাইনালে কঙ্গোর কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল।
সবার আগে কোয়ার্টার ফাইনালে ওঠে সাদিও মানের সেনেগাল। শেষ ষোলোতে তারা সুদানকে ৩–১ গোলে হারায়। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেও মাঠে নামবে সেনেগাল। ৯ জানুয়ারি অনুষ্ঠিত সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মালি, যারা শেষ ষোলোতে তিউনিসিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে।
একই দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্যামেরুন ও মরক্কো। আর তৃতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে নাইজেরিয়া ও আলজেরিয়া।
আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ আটের ম্যাচগুলোকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
– এমইউএম/










