সিডনিতে একটি ইহুদি অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হওয়ার ঘটনার কয়েক সপ্তাহ পর, আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া পঞ্চম অ্যাশেজ টেস্টের জন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান পুলিশ।
হামলার প্রেক্ষাপট
অভিযোগ রয়েছে, গত ১৪ ডিসেম্বর বিখ্যাত বন্ডি বিচে ‘হানুক্কা’ উদযাপন অনুষ্ঠানে হামলা চালায় বাবা ও ছেলে দুই বন্দুকধারী। প্রায় তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা, যা পুরো জাতিকে স্তম্ভিত করেছে এবং দেশটিতে ইহুদি বিদ্বেষ বাড়ার শঙ্কা তৈরি করেছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে এরপর থেকেই পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার এই হাই-প্রোফাইল ক্রিকেট ম্যাচে ‘হাই-ভিজিবিলিটি’ বা দৃশ্যমান পুলিশি নিরাপত্তা থাকবে। বন্ডি বিচ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত স্টেডিয়ামটিতে দাঙ্গা দমন ইউনিট, অশ্বারোহী বাহিনী এবং রাইফেলধারী পুলিশ মোতায়েন থাকবে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন এক বিবৃতিতে বলেন, “পার্থক্যটা হবে ভারী অস্ত্রের দৃশ্যমান উপস্থিতি এবং আগের চেয়ে অনেক বেশি কড়া নজরদারিতে।”
এরই মধ্যে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার এই শেষ ম্যাচে গ্যালারি দর্শকে পূর্ণ থাকবে বলে ধারণা করছে পুলিশ। ল্যানিয়ন আরও বলেন, “খেলাধুলার ইভেন্টে পুলিশকে রাইফেল বহন করতে দেখার অভ্যাস হয়তো অনেকের নেই, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ তৈরি করা।”
শ্রদ্ধা জ্ঞাপন ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, রোববার খেলা শুরুর আগে হামলার ঘটনায় প্রথম সাড়া দেওয়া উদ্ধারকর্মী এবং সাহসী ভূমিকা পালনকারী সাধারণ নাগরিকদের সম্মান জানানো হবে। চরম বিপদের মুখে তাদের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ মাঠে ‘গার্ড অব অনার’ এবং করতালির মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে।
উল্লেখ্য, কর্তৃপক্ষের ধারণা এই হামলাটি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দ্বারা অনুপ্রাণিত ছিল। হামলার পর বন্ডিতে নববর্ষের বেশ কিছু অনুষ্ঠান বাতিল করা হয় এবং বড়দিনের উদযাপনও ছিল বেশ ম্লান। নববর্ষ উদযাপনের সময়ও শহরে নজিরবিহীনভাবে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল।
-অর্ণব










