জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানজিলা তাবাসসুমকে গুম করে কারাগারে রাখা হয়েছে: অভিযোগ সুরভীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তানজিলা তাবাসসুমকে গুম করে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন কারামুক্ত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। তিনি এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক প্রেস ব্রিফিংয়ে।

প্রেস ব্রিফিংয়ে তাহরিমা জান্নাত সুরভী তার নিজের থানা ও কারাগারের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি তিনি তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি মামলার বিবরণ, বয়স এবং অন্যান্য বিষয়ও উল্লেখ করেন।

তাহরিমা জানান, “আমার সঙ্গে জেলে আরেকটি মেয়ে ছিল, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তানজিলা তাবাসসুম। তানজিলা অর্থনীতি বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাকে পুরোপুরি গুম করে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার পরিবার জানে আমি জেলে আছি, কিন্তু তার পরিবার জানে না, যে সে বিশ্ববিদ্যালয়ের হলে আছে। তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা জানে সে বাসায় আছে। শিক্ষার্থীদের মুখ কেন বন্ধ রাখা হচ্ছে? তানজিলা আমার মতোই প্রতিবাদী কণ্ঠের অধিকারী।”

প্রশ্ন তুলে তাহরিমা বলেন, “আমাদের মতো প্রতিবাদী কণ্ঠের মেয়ে তানজিলাকে এভাবে কারাগারে রাখা হয়েছে, পরিবার জানে না, বিশ্ববিদ্যালয়ও জানে না। এভাবে আমাদের কণ্ঠরোধ করা কেন হচ্ছে?”

 মালিহা নামলাহ