কনকনে শীতে মাটির চুলায় ওম নেন জয়া আহসান

চারদিকে হিমেল হাওয়া আর কুয়াশা, শীতের তীব্রতা ছুঁইছুঁই। সাধারণ মানুষের মতোই এই ঠান্ডা জয়ের চ্যালেঞ্জের মুখোমুখি অভিনেত্রী জয়া আহসান। তবে ঠান্ডা জয় করার এক বিশেষ উপায়ও তিনি খুঁজে নিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়—মোটা জ্যাকেট, টুপি আর মোজা পরেও ঠান্ডায় কাঁপছেন তিনি। আর বাঁচার সবচেয়ে প্রিয় উপায় হিসেবে বেছে নিয়েছেন বাড়ির মাটির রান্নাঘর ও চুলা।

ভিডিওতে জয়া বলেন, “আমি আসলে অনেক রান্নাবান্না পারি না। আমাদের এটা একটা মাটির রান্নাঘর, যেখানে অনেকগুলো মাটির চুলা আছে। আমি শুধু ওদের রান্নাটাই করতে পারি।”

তিনি আরও বলেন, “শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারিদিকে এত ঠান্ডা, আর কোথাও বসতে পারছি না। খালি এই রান্নাঘরেই বসছি। কী আরাম, কী মজার রান্না হয়!”

ভিডিও প্রকাশের পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন জয়া আহসানের এই ঘরোয়া ও শেকড়ভিত্তিক রূপ। অনেকেই মাটির চুলায় রান্নার স্বাদের স্মৃতি রোমন্থন করেছেন কমেন্ট বক্সে। শীতের এই আলসেমি দুপুরে জয়ার মাটির চুলায় সময় কাটানো যেন ভক্তদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে।

-এমইউএম