দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত

বাংলাদেশ রেলওয়েকে পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জিত করার লক্ষ্যে দিনাজপুর রেলওয়ে স্টেশনে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি ২০২৬ বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন ১ নং প্ল্যাটফর্মে আয়োজিত এ গণশুনানিতে সাধারণ যাত্রী, গণমাধ্যম কর্মী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও দিনাজপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের মোঃ শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগীয় কমান্ড্যান্ট মোঃ মোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শেখ ফরিদ, সহকারী কমার্শিয়াল অফিসার জাহাঙ্গীর আলম এবং স্টেশন সুপারিন্টেন্ডেন্ট এ.বি.এম জিয়াউর রহমানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
গণশুনানিতে যাত্রীসেবা উন্নয়ন, ট্রেন পরিচালনা, স্টেশন ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যাসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত জনসাধারণ তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন। রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
গণশুনানির আয়োজন করেন বিভাগীয় প্রকৌশলী ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট বিভাগ।
দিনাজপুর, ঘোড়াঘাট প্রতিনিধি
সাকিব হাসান নাইম