বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া দুই হাজার ৬৮৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। এর মধ্যে স্কুলের দুই হাজার ১৯৫ জন এবং কলেজের ৪৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। পাশাপাশি ৮০৬ জন শিক্ষককে বিএড স্কেল এবং তিন হাজার ৮৩৭ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জানুয়ারি মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও মাউশির নয়টি অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকেরা অংশ নেন।
এমপিওভুক্ত হওয়া স্কুলের দুই হাজার ১৯৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৩৮, চট্টগ্রামের ৬০, কুমিল্লার ৪৪, ঢাকার ৭১৫, খুলনার ৫৬, ময়মনসিংহের ৩০২, রাজশাহীর ৩৩০, রংপুরের ৮৮ এবং সিলেটের ১৬২ জন রয়েছেন।
কলেজের ৪৮৯ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশালের ২৭, চট্টগ্রামের ২, কুমিল্লার ৫, ঢাকার ২০৯, খুলনার ৭৭, ময়মনসিংহের ১০, রাজশাহীর ৫৩, রংপুরের ৯৩ এবং সিলেটের ১৩ জন তালিকাভুক্ত হয়েছেন।
এমপিও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের তিন হাজার ৮৩৭ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়া হচ্ছে। এর মধ্যে স্কুলের শিক্ষক-কর্মচারী রয়েছেন ৩ হাজার ৩৮৭ জন এবং কলেজের ৪৫০ জন।
উচ্চতর গ্রেডপ্রাপ্ত স্কুল শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৮০৩, চট্টগ্রামের ৬২, কুমিল্লার ৪৩, ঢাকার ৩১৫, খুলনার ৩১৭, ময়মনসিংহের ৫৫১, রাজশাহীর ৫৫৪, রংপুরের ৬২৭ এবং সিলেটের ১১৫ জন রয়েছেন।
অপরদিকে, কলেজ পর্যায়ের উচ্চতর গ্রেডপ্রাপ্তদের মধ্যে বরিশালের ৯০, চট্টগ্রামের ১, কুমিল্লার ২৬, ঢাকার ৫১, খুলনার ৩৯, ময়মনসিংহের ৪১, রাজশাহীর ১৩৬, রংপুরের ৫৯ এবং সিলেটের ৭ জন রয়েছেন।
সভায় আরও সিদ্ধান্ত হয়, বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৮০৬ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়া হবে। বিএড স্কেলপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫৫, চট্টগ্রামের ৩২, কুমিল্লার ৫০, ঢাকার ১৫৮, খুলনার ৬৪, ময়মনসিংহের ১০৭, রাজশাহীর ১৫২, রংপুরের ১২২ এবং সিলেটের ৬২ জন রয়েছেন।
মালিহা নামলাহ










