টেলিস্কোপ ছাড়াই রাতভর আকাশে ঝলমল করবে বৃহস্পতি

ছবি: সংগৃহীত

মাঝে মধ্যে আকাশ যেন বিশেষ কিছু দেখার আহ্বান জানায়। এমনই এক দৃশ্য দেখা যাবে আগামী ১০ জানুয়ারি রাতে, যখন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি বছরের সবচেয়ে উজ্জ্বল ও বৃহৎ রূপে ধরা দেবে। নাসার তথ্য অনুযায়ী, এই মহাজাগতিক দৃশ্য সহজেই খালি চোখে দেখা সম্ভব হবে।

নাসার বিজ্ঞানীরা জানান, ওই দিন বৃহস্পতি পৌঁছাবে ‘অপোজিশন’ অবস্থানে। এ সময় পৃথিবী থাকবে সূর্য ও বৃহস্পতির মাঝখানে, ফলে গ্রহটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে। এই কারণে বৃহস্পতি আকাশে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি উজ্জ্বল ও বড় দেখাবে।

নাসার ব্লগে বলা হয়েছে, সূর্যাস্তের পর পূর্ব আকাশের দিকে তাকালেই বৃহস্পতিকে দেখা যাবে। এটি মিথুন (জেমিনি) নক্ষত্রমণ্ডলে অবস্থান করবে এবং সারা রাতই দৃশ্যমান থাকবে। বিশেষ করে মধ্যরাতের দিকে, যখন গ্রহটি আকাশের সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে, তখন পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে।

এ সময় বৃহস্পতির উজ্জ্বলতা হবে মাইনাস ২ দশমিক ৭ ম্যাগনিচিউড, যা রাতের আকাশে চাঁদ ও শুক্র গ্রহ ছাড়া প্রায় সব নক্ষত্রের আলোকে ছাপিয়ে যাবে। নাসা জানায়, এত বেশি উজ্জ্বল হওয়ার কারণে এটি একটি উজ্জ্বল তারার মতো দেখা যাবে এবং দেখতে কোনো টেলিস্কোপের প্রয়োজন হবে না।

তবে যাদের কাছে দূরবীন বা ছোট টেলিস্কোপ রয়েছে, তারা অতিরিক্ত আনন্দ পেতে পারেন। এসব যন্ত্রের সাহায্যে বৃহস্পতির চারটি বৃহৎ উপগ্রহ—আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো—দেখার সুযোগ মিলবে, যেগুলো গ্যালিলীয় উপগ্রহ নামে পরিচিত।

নাসার পরামর্শ, আকাশ পরিষ্কার থাকলে এই বিরল দৃশ্য উপভোগ করার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। কারণ, বছরে মাত্র একবারই বৃহস্পতি এমন উজ্জ্বল ও কাছাকাছি অবস্থানে আসে। তাই ১০ জানুয়ারি রাতে কিছুটা সময় বের করে আকাশের দিকে তাকালেই মিলতে পারে এক স্মরণীয় মহাকাশ–অভিজ্ঞতা।

-আফরিনা সুলতানা