অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন স্কলারশিপ: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুযোগ

ছবি- সংগৃহীত।

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি (DPhil) পড়াশোনার স্বপ্ন সত্যি করার সুযোগ দিচ্ছে ক্ল্যারেন্ডন স্কলারশিপ (Clarendon Scholarship)। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদন সময়সীমা পৃথকভাবে নির্ধারিত থাকে।

২০০১ সালে শুরু হওয়া এই স্কলারশিপ প্রোগ্রামটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার ভিত্তিতে দেওয়া হয়। ক্ল্যারেন্ডন ফান্ডের মাধ্যমে প্রতিবছর প্রায় ২০০টির বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করা হয়। এটি যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক স্কলারশিপগুলোর মধ্যে একটি।

স্কলারশিপের সুযোগ-সুবিধা:

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদানের সুবিধা।

  • ফুলটাইম শিক্ষার্থীদের জন্য বার্ষিক জীবনযাত্রার খরচ (লিভিং অ্যালাওয়েন্স) প্রদান, যা যুক্তরাজ্যের ন্যূনতম স্টাইপেন্ডের সমপরিমাণ।

  • পার্টটাইম শিক্ষার্থীদের ক্ষেত্রে টিউশন ফি ও অন্যান্য একাডেমিক খরচে সহায়তা।

  • ক্ল্যারেন্ডন স্কলারদের জন্য Clarendon Scholars’ Association-এ সদস্য হওয়ার সুযোগ।

এই স্কলারশিপ শিক্ষার্থীদের অক্সফোর্ডে উচ্চমানের শিক্ষা অর্জনের জন্য আর্থিকভাবে সহায়তা দেয় এবং আন্তর্জাতিক একাডেমিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করে।

যারা অক্সফোর্ডে পড়াশোনার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত সুযোগ।

মালিহা