দখলকৃত পশ্চিম তীরে সোমবার একযোগে অভিযান ও গ্রেপ্তার অভিযান চালিয়ে বহু ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী—এমনটাই জানিয়েছে স্থানীয় ফিলিস্তিনি গণমাধ্যম ও সূত্র।
আটকদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইনাস ইখলাওয়ি। তাকে হেবরনের পশ্চিমে ইধনা শহরে তার নিজ বাসা থেকে আটক করা হয়। এছাড়া তুলকারেমের কাছে নূর শামস শরণার্থী শিবিরে চালানো অভিযানে ১৫ বছর বয়সী কিশোর ইয়াজান আল-আলুলকে আটক করা হয়।
বেথলেহেমে, শহরের উত্তরে অবস্থিত আইদা শরণার্থী শিবিরে চালানো ব্যাপক অভিযানে ২৫ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বাসিন্দারা জানান, অভিযানের সময় ব্যাপক বাড়ি তল্লাশি, ভয়ভীতি প্রদর্শন এবং পরিবারের সদস্যদের হয়রানি করা হয়।
এছাড়া কালকিলিয়া, রামাল্লাহ ও তুবাস এলাকাতেও গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে পশ্চিম তীরে রাতভিত্তিক অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম চালায়। তবে ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর এসব অভিযানের সংখ্যা ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, গত দুই বছরে পশ্চিম তীর থেকে ২১ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় ৯ হাজার ২৫০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে ৩৫০ জন শিশু এবং প্রায় ৫০ জন নারী।
আটকদের প্রায় অর্ধেককেই কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশে রাখা হয়েছে, যা অনির্দিষ্টকালের জন্য বারবার নবায়ন করা যায়।
মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে ফিলিস্তিনি বন্দিদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করছে। এর মধ্যে রয়েছে নির্যাতন, অনাহার, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা এবং দীর্ঘমেয়াদি একাকী বন্দিত্ব।
ইসরায়েলের পাবলিক ডিফেন্ডার অফিসের এক প্রতিবেদনে কারা কর্মকর্তাদের হাতে ফিলিস্তিনি বন্দিদের ওপর নিয়মিত সহিংসতার তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বন্দিদের মধ্যে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে, যার ফলে মারাত্মক ওজন হ্রাস, চরম দুর্বলতা ও অজ্ঞান হয়ে পড়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে।
ফিলিস্তিনি বন্দিবিষয়ক সংগঠনগুলোর যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ২০২৫ সালেই ইসরায়েলি হেফাজতে এক শিশুসহ ৩২ জন বন্দি মারা গেছেন। তাদের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি কারাগারে মৃত্যুবরণ করা ফিলিস্তিনি বন্দির সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
সূত্র:মিডল ইস্ট আই
এম এম সি/










