বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহেই পরিশোধ হতে পারে। তবে এ জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আগামী বুধবারের মধ্যে সরকারি আদেশ (জিও) জারি করতে হবে।
সোমবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১ জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে জিও জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র জানায়, যদি বুধবার (৭ জানুয়ারি) এর মধ্যে জিও জারি করা হয়, তাহলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল থেকেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতনের অর্থ পাঠানো শুরু হবে। তবে জিও জারিতে বিলম্ব হলে বেতন-ভাতা আগামী সপ্তাহে প্রদান করা হতে পারে।
এ বিষয়ে ইএমআইএস সেলের একজন কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় সব তথ্য আইবাস (iBAS++) সিস্টেমে আপলোড করা হয়েছে এবং জিও জারির জন্য সংশ্লিষ্ট ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে দ্রুতই বেতন পরিশোধের কার্যক্রম শুরু হবে।
মাউশি সূত্রে আরও জানা যায়, প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানরা অনলাইনে বেতনের বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়। অনুমোদন মিললে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরাসরি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়মিত ও সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন-ভাতা পরিশোধ প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে।
-মালিহা










