সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড ক্রমশ শক্ত অবস্থান গড়েছেন। বোলিং হাতে ব্যথা নিয়ে হাঁটছেন মাইকেল নেসার, আর নিজের ব্যাট হাতে হেড দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন ৯১ রানে অপরাজিত থেকে।
একবিংশ শতাব্দীতে অ্যাশেজ সিরিজে ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে হেড ৫০০ রান পার করছেন। তার ৩য় সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে।
দিন শেষে অস্ট্রেলিয়া ১৬৬ রানে আউট হয়েছেন জেক ওয়েদারাল্ড ও মার্নাস লাবুশেনের উইকেটে। ইংল্যান্ডের পক্ষে জো রুট ২৪২ বলে ১৫ চার ও একটি সেঞ্চুরি সহ ৩৮৪ রান করেন। তার সঙ্গে হ্যারি ব্রুক (৮৪) ও জেমি স্মিথ, উইল জ্যাকসের সঙ্গে দুটি বড় জুটি গড়েন।
অস্ট্রেলিয়ার পক্ষে নেসার সর্বোচ্চ চার উইকেট নেন, স্টার্ক ও স্কট বোল্যান্ড দুটি করে উইকেট পান।
অস্ট্রেলিয়ার জবাবে ওয়েদারাল্ড ২১ রানে আউট হলেও, হেড ও লাবুশেন ক্রমশ একশ’র জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। হেড ৮৭ বলে ১৫টি চারে ৯১ রান অপরাজিত থাকেন।
দলের অবস্থান অনুযায়ী, অস্ট্রেলিয়া এখন শক্ত অবস্থানে, তবে ইংল্যান্ডের চ্যালেঞ্জ এখনও চলমান।
– এমইউএম/










