চলতি ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে আয়োজন করে ১০ মার্চের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এ বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১১ মার্চ।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিটি বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু করতে হবে এবং পরীক্ষার ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ নিশ্চিত করতে হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবে।
এতে আরও জানানো হয়, আগামী ১১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
-মালিহা










