শিক্ষার্থীদের সুস্থতায় বহুমুখী উদ্যোগ নিয়েছে সিভাসু: উপাচার্য

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সিভাসু কর্তৃপক্ষ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

মঙ্গলবার দুপুরে সিভাসুর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ছাত্রকল্যাণ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন ও দপ্তরের প্রকাশিত বুলেটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল হক। এ সময় উপাচার্য ছাত্রকল্যাণ দপ্তর কর্তৃক প্রকাশিত বুলেটিনের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম ছাত্রকল্যাণ দপ্তরের সার্বিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন আধুনিকায়ন, সিভাসু গার্ডেন প্রতিষ্ঠা, মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন এবং উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।

এ ছাড়া ফ্রি ডেন্টাল ক্যাম্প, হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, বন্যার্তদের মানবিক সহায়তা, বন্যাদুর্গত এলাকায় বিনামূল্যে প্রাণী চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার কথাও তুলে ধরেন তিনি।

প্রেজেন্টেশনে আরও উল্লেখ করা হয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিভাসু শিক্ষার্থীদের সাফল্য, বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব উদযাপন, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, সিভাসু যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম, আধুনিক স্টেশনারি শপ স্থাপন, টিউটোরিয়াল পদ্ধতি চালু, শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সহ-পাঠক্রমিক কার্যক্রম, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, ইফতার মাহফিল আয়োজন এবং পরিবেশ, রক্তসঞ্চালন, নিরাপত্তা, খাদ্যমান ও স্বাস্থ্যবিধি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার বিষয়।

অনুষ্ঠানে সিভাসুর বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

-এমইউএম