এশিয়া কাপ ও পরবর্তী দ্বিপক্ষীয় সিরিজগুলোতে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্বপ্নের সময় কাটিয়েছিলেন সাইফ হাসান। তবে চলতি বিপিএলে সেই ছন্দ এখনো খুঁজে পাননি ঢাকা ক্যাপিটালসের এই টপঅর্ডার ব্যাটার। চার ম্যাচে তার সংগ্রহ মাত্র ২৬ রান, যা তার সামর্থ্যের সঙ্গে একেবারেই মানানসই নয়।
রংপুর রাইডার্সের বিপক্ষেও ব্যাট হাতে ব্যর্থ হন সাইফ। ২৪ বল খেলে করেন ১৫ রান, যা চলতি আসরে তার সর্বোচ্চ ইনিংস। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থতার কারণে তাকে নিয়ে আলোচনা বাড়লেও ঢাকার কোচিং স্টাফ এখনো আশাবাদী।
আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক সাইফ হাসান। জাতীয় দলে নিজের অবস্থান পাকাপোক্ত করতে বিপিএলই তার সামনে সবচেয়ে বড় মঞ্চ। তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে হতাশ না হয়ে ধৈর্যের পক্ষেই অবস্থান নিয়েছেন ঢাকার সহকারী কোচ আশিকুর রহমান মজুমদার।
তিনি বলেন, “সাইফ বিশ্বমানের খেলোয়াড়। হয়তো একটু খারাপ সময় যাচ্ছে। কিন্তু মেন্টালি বা টেকনিক্যালি কোনো সমস্যা নেই। শুধু একটা ভালো দিন দরকার। সামনে সে অবশ্যই ফিরে আসবে।”
বিপিএলে এখনও বড় ইনিংস না এলেও কোচিং স্টাফের বিশ্বাস, সময় পেলেই নিজের চেনা রূপে ফিরবেন সাইফ হাসান। দলের পাশাপাশি জাতীয় দলের ভবিষ্যৎ ভাবনায়ও এই টুর্নামেন্ট সাইফের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, সেটিই এখন মূল আলোচনার বিষয়।
– এমইউএম










