তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার পর শুরু হওয়া এই কর্মসূচির ফলে ফার্মগেটসহ আশপাশের এলাকায় যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।
ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ ও ‘সাকিব হত্যার বিচার চাই’সহ নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভকারীদের দাবি, সাকিবুল হাসান রানার মৃত্যুর পর উল্লেখযোগ্য সময় পার হলেও ঘটনার মূল অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে তারা সড়ক অবরোধ কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, ঘটনার পর পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টার সময় চাইলেও সেই সময়সীমা শেষ হওয়ার পর আবারও সময় নেওয়া হয়। এরপরও অভিযুক্তরা ধরা না পড়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। শিক্ষার্থীদের মতে, রাজনৈতিক প্রভাবের কারণেই আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ফারহান আহমেদ বলেন, এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড হলেও ঘটনাটি আড়াল করার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজে আসামিদের শনাক্ত করা সম্ভব হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি জানান, অধ্যক্ষের কাছে নাম প্রকাশ করে মামলা করার দাবি জানানো হবে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এদিকে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় তেজগাঁও কলেজ ও ফার্মগেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের প্রধান ফটক ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত সাকিবুল হাসান রানাকে হাসপাতালে ভর্তি করা হলে চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুরে তার মৃত্যু হয়।
মালিহা নামলাহ










