রাজনগরের হাজিনগর চা বাগানের ক্ষতি

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানে জেনারেটর স্থাপনের উদ্যোগ নিতে গিয়ে আর্থিক ও উৎপাদনগত সমস্যার সৃষ্টি হয়েছে। আর এই জটিলতার কারণে বাগানটির উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

হাজিনগর চা বাগানটি প্যারাগন গ্রুপের মালিকানাধীন, যেখানে প্রায় সাড়ে ৪শ একর জমি নিয়ে চা উৎপাদন চলে। বছরে প্রায় ২৬ লক্ষ কেজি কাঁচা চা পাতা থেকে ৬ লক্ষ প্যাকেট তৈরি করা হয়। বাগানটি দেশের সেরা চা উৎপাদনকারী বাগানগুলোর একটি হিসেবে বিবেচিত।

তবে বিদ্যুৎ সিস্টেম উন্নত করতে এবং উৎপাদন অব্যাহত রাখার জন্য ৬৫ কেভি জেনারেটর দিয়ে হচ্ছিল না। নতুন জেনারেটর স্থাপনের জন্য জমি কাটতে গিয়ে উপরের টিলাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় উঠে এসেছে এবং সেখানে মাটি ধ্বসে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। ফলে উৎপাদন স্থগিত হওয়ার আশঙ্কা করছেন চা বাগান কর্তৃপক্ষ।

বাগান ও স্থানীয় কর্মকর্তারা জানান, জেনারেটর স্থাপনের কাজ শুরুর সময়েই দিক নির্দেশনা নিয়ে মতভেদ ও ভুল তথ্য প্রদানের কারণে প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়েছে। কাজের প্রক্রিয়ায় মাটি কাটাকাটির কারণে পরিবেশগত ঝুঁকি সৃষ্টি হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মামলা করার নির্দেশ দেন।

চা বাগান কর্তৃপক্ষ বলেছে, তারা এই সমস্যার সমাধান করতে চাই এবং উৎপাদন ঠিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন।

 

রাসেল রানা