কাপিল শর্মা শো’ মানেই হাসি–মজায় ভরা এক সন্ধ্যা; কিন্তু সেই জনপ্রিয় অনুষ্ঠানের শুটিং সামনে বসে দেখার ইচ্ছে পূরণ করতে গিয়ে নাকি গুনতে হয় হাজার হাজার টাকা—এমন অভিযোগ ঘিরেই নতুন করে বিতর্কে জড়ালেন কৌতুকশিল্পী কাপিল শর্মা। নতুন বছরের শুরুতেই সমাজমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হলো তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শকই সময় সময় ‘ কাপিল শর্মা শো’-এর শুটিং সরাসরি দেখার আগ্রহ প্রকাশ করেন। তবে কীভাবে অনুষ্ঠানের দর্শক হিসেবে শুটিংয়ে যাওয়া যায়, সে বিষয়ে পরিষ্কার ধারণা নেই অনেকেরই। সম্প্রতি ইনস্টাগ্রামে এক অনুরাগী প্রশ্ন করেন,কাপিল শর্মা তার মা কপিলের অনুষ্ঠান সামনে বসে দেখতে চান—এ ক্ষেত্রে কী করা উচিত? উত্তরে কাপিল শর্মা জানান, ইনস্টাগ্রামে তার টীমের সঙ্গে যোগাযোগ করলেই হবে।
এই উত্তরের পরই ক্ষোভ উগরে দেন অনেকে। অভিযোগ ওঠে, এর আগেও বহু দর্শক কপিলের অনুষ্ঠানে দর্শক হিসেবে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নাকি তাদের কাছে অবাস্তব অঙ্কের টাকা দাবি করা হয়েছে। একজন মন্তব্য করেন, “আমার থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছিল।” আরেকজন লেখেন, “আপনার অনুষ্ঠানে যেতে গেলে কত টাকা লাগে, সেটা আগে পরিষ্কার করে বলুন।” কেউ কেউ আবার দাবি করেন, জনসংযোগ ঠিক রাখতেই এমন অস্পষ্ট উত্তর দেওয়া হয়েছে।
এদিকে কপিল শর্মা এই অভিযোগগুলোর কোনো সরাসরি জবাব দেননি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—আসলেই কি কাপিল ‘শর্মা শো’-এর শুটিং দেখতে টাকা দিতে হয়? নাকি কোনো মধ্যস্বত্বভোগী বা ভুয়া ব্যক্তিরাই এই সুযোগ নিয়ে দর্শকদের কাছ থেকে অর্থ দাবি করছে?
উল্লেখযোগ্য বিষয় হলো, সাধারণত টেলিভিশন শোয়ের শুটিংয়ে দর্শক হিসেবে উপস্থিত থাকার জন্য আলাদা কোনো ফি নেওয়ার নিয়ম নেই। অনেক সময় নির্দিষ্ট এজেন্সি বা অডিয়েন্স ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে দর্শক আনা হয়। কিন্তু এ ক্ষেত্রে স্পষ্ট তথ্যের অভাবে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেই মনে করছেন অনেকে।
সব মিলিয়ে জনপ্রিয় এই কৌতুক অনুষ্ঠানের দর্শক হওয়ার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা ও অভিযোগই এখন আলোচনার কেন্দ্রে। কপিল বা তাঁর টিমের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য না এলে, বিতর্ক যে থামবে না, তা বলাই যায়।
-বিথী রানী মণ্ডল










