বরিশালের রূপাতলিতে ট্রাকচাঁপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

বেপরোয়াগতির ট্রাকচাঁপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে বরিশাল নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠী আন্তঃমহাসড়কে ঘটনাটি ঘটে।

তারা দুইজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।

এ সময় বিপরিত দিক থেকে ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক বেপরোয়াগতিতে এসে মোটরসাইকেলটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল নিহত হয়। গুরুত্বর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন-দুর্ঘটনার পরপরই ট্রাকটি রাস্তার ওপর রেখেই পালিয়ে গেছে চালক এবং হেলপার। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছ।

মামুন/