গাজীপুরের কালীগঞ্জে আরিয়ান (৬) নামের এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সন্দেহ, শিশুটিকে হয়তো হত্যা করা হয়েছে।
শনিবার রাতে জামালপুর ইউনিয়নের বাগদী (শিংলাব) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিয়ান ওই এলাকার রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কয়েক বছর আগে মানসিক প্রতিবন্ধী আরিয়ানের বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। পরে তার মা অন্যত্র বিয়ে করেন। এরপর আরিয়ান তার বাবার বাড়িতেই থাকত। পরবর্তীতে তার বাবা সুনামগঞ্জের বাসিন্দা রিনা আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। শনিবার বিকেলে কাজ থেকে ফিরে সেলিম মিয়া ঘরে তার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান। সন্ধ্যায় মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা সন্দেহ করেন শিশুটিকে হয়তো হত্যা করা হয়েছে। তারা খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, শিশু আরিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদনের পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে।
-সাইমুন










