নাহিদ ইসলামের সোনালী ব্যাংকের ১০ হাজার টাকা এখন ৩ লাখ ৮৫ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা প্রকাশের ধারাবাহিকতায় আলোচনায় এসেছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। তার জমা দেওয়া হলফনামা অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা। এর মধ্যে উপদেষ্টা ও পরামর্শক পদের আয়, নগদ অর্থ এবং বিভিন্ন উপহারের আর্থিক মূল্য অন্তর্ভুক্ত রয়েছে।
সম্পদের উৎস ও বিবরণ
হলফনামায় উল্লেখ করা হয়েছে, ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকার এই সম্পদ মূলত তার সরকারি উপদেষ্টা ও বর্তমান পরামর্শক পদের আয়, ব্যক্তিগত সঞ্চয় এবং বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আত্মীয়-স্বজনের কাছ থেকে পাওয়া নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের বর্তমান বাজার মূল্যের সমষ্টি।
বর্তমানে তার ব্যাংক জমার চিত্র নিম্নরূপ:
  • সোনালী ব্যাংক অ্যাকাউন্ট: ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। (উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে পদত্যাগের সময় এই অ্যাকাউন্টে জমার পরিমাণ ছিল ১০ হাজার ৬৯৮ টাকা)।
  • সিটি ব্যাংক অ্যাকাউন্ট: নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য গত ২৮ ডিসেম্বর এই নতুন অ্যাকাউন্টটি খোলা হয়েছে।
হলফনামার তথ্য অনুযায়ী, এই দুটি অ্যাকাউন্ট ছাড়া নাহিদ ইসলামের আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।
নাহিদ ইসলামের পেশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা গুঞ্জন বা অপতথ্যের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া গেছে হলফনামায়। হলফনামার ৪ নম্বর কলামে তিনি বর্তমান পেশা হিসেবে ‘পরামর্শক’ এবং পূর্বতন পেশা হিসেবে ‘বাংলাদেশ সরকারের উপদেষ্টা’ পদ উল্লেখ করেছেন। কোথাও ‘শিক্ষকতা’ পেশার কথা উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্টরা বিষয়টিকে স্পষ্টতই একটি অপতথ্য হিসেবে দেখছেন।

 

-এম. এইচ. মামুন