সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সম্প্রতি একটি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। সম্প্রতি একটা প্রচারণায় অংশ নিয়ে তিনি বিগত ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট নিয়ে নিজের অবস্থানের কথা সবিস্তারে তুলে ধরেন।
বক্তব্যকালে আসাদুজ্জামান জানান, ২৪-এর গণঅভ্যুত্থানের পর যখন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করার লক্ষ্যে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছিল, তখন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, “আমি আদালতে দাঁড়িয়ে বলেছিলাম, যারা এই পিটিশন নিয়ে এসেছেন, তাদের অধিকার নেই একটি আদর্শকে হত্যা করার। আওয়ামী লীগে যেমন খুনি আছে, তেমনি সেখানে আদর্শিক সৈনিকও আছে। আদর্শের প্রতি দায়বদ্ধতা থেকেই সেদিন আমি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে বাধা দিয়েছিলাম।”
সাবেক এই এটর্নি জেনারেল আরও বলেন, “আমরা আদর্শিক রাজনীতি চাই।আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার জন্য যখন ২৪ এর গণ অভ্যুত্থানের পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করা হয়,আওয়ামী লীগ কে সারাজীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে,আমি তখন এটর্নী জেনারেল ছিলাম। কারণ আমরা চিন্তা করি আদর্শের।”
তিনি সর্বশেষ বলেন, “আমরা কোন আদর্শ কে হত্যা করে কোন রাজনীতি করতে চাই না। আজকে একটা বিতর্ক তৈরী হয়েছে, এখানে কয়েকজন ই সেই কথা বলেছেন। অনেকেই বলেছেন ৭১ না ২৪! ২৪ না ৭১ বলে একটা মহল বিতর্ক তৈরীর চেষ্টা করছেন।”
উল্লেখ্য, তিনি এটর্নি জেনারেলের দায়িত্ব থেকে পদত্যাগ করে ঝিনাইদাহ-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন।










