প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসা মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। বৈশাখী টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে একটি রহস্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হচ্ছে তার। ফরিদুল হাসানের পরিচালনায় নির্মিত এই নাটকটিই মেঘনা আলমের অভিনয়জীবনের প্রথম কাজ।
নিজের অভিনয় অভিজ্ঞতা নিয়ে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে তার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। সে সময় তিনি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। তবে শৈশব থেকেই তার একটি স্বপ্ন ছিল—একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে মিস আর্থ বাংলাদেশ হওয়ার মধ্য দিয়ে। এবার সেই যাত্রায় যুক্ত হলো অভিনয়ের নতুন অধ্যায়।
মেঘনা আলমের ভাষায়, প্রথমবার ক্যামেরার সামনে অভিনয়ের অভিজ্ঞতা ছিল ভিন্নরকম এবং দারুণ উপভোগ্য। নতুন একটি মাধ্যম, নতুন পরিবেশ—সব মিলিয়ে এটি তার জন্য একটি চ্যালেঞ্জিং কিন্তু আনন্দের অভিজ্ঞতা ছিল বলেও জানান তিনি। জানা গেছে, ধারাবাহিক নাটক ‘মহল্লা’র ২৭তম পর্বে দর্শকরা মেঘনা আলমকে দেখতে পাবেন। পর্বটি প্রচারিত হবে আগামী ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে। রহস্যময় চরিত্রে তার উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক বিভিন্ন ইস্যুতে সেমিনার ও সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। শুধু তাই নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন মেঘনা আলম। অভিনয়, সমাজকর্ম ও রাজনীতি—তিন ক্ষেত্রেই সক্রিয় এই তরুণীর পথচলা এখন নতুন করে আলোচনায়।
-বিথী রানী মণ্ডল










