যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, তীব্র শীতে নাকাল জনজীবন

ছবি:সংগৃহীত

টানা দ্বিতীয় দিনের মতো যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে।

এর আগের দিন বৃহস্পতিবার যশোরে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা সেদিনও দেশের সর্বনিম্ন হিসেবে রেকর্ড হয়। ফলে পরপর দুই দিনই দেশের সবচেয়ে শীতল এলাকা ছিল যশোর।

চলমান এই শৈত্যপ্রবাহে শহর ও গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ছিন্নমূল ও প্রান্তিক জনগোষ্ঠী চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

যশোর আবহাওয়া অফিস জানায়, শুক্রবার ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ২৬ ডিসেম্বর যশোরে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি এবং ২৭ ডিসেম্বর রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আফরিনা সুলতানা/