দেহরক্ষী না কর্মী? তান্যার ১৫০ জন নিয়ে রহস্য

নিজের জীবনযাপন ও ব্যক্তিগত বাস্তবতা ধীরে ধীরে প্রকাশ্যে আনছেন তান্যা মিত্তল। আধ্যাত্মিক নেটপ্রভাবী হিসেবে পরিচিত এই তরুণীর নাম উঠে এসেছিল নানা চমকপ্রদ দাবিকে ঘিরে। বিশেষ করে তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল—তার চারপাশে নাকি সব সময় ১৫০ জন দেহরক্ষী ঘিরে থাকেন এবং একটি বিশেষ ধরনের মিষ্টি খেতে তিনি প্রায়ই দুবাই উড়ে যান। এমন দাবিতে অনেকেই বিস্মিত হয়েছিলেন। তবে এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন তান্যা নিজেই।

সম্প্রতি নিজের কারখানা ঘুরে দেখানোর পাশাপাশি এক সাক্ষাৎকারে দেহরক্ষী প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি। তান্যা বলেন, ‘আমি কখনো এমন কথা বলিনি। এমন কোনো ভিডিও দেখাতে পারবেন না, যেখানে আমি ১৫০ জন দেহরক্ষীর কথা বলছি। এগুলো পুরোপুরি মনগড়া গল্প। আমি কোথাও বলিনি, আমার ১৫০ জন দেহরক্ষী রয়েছেন।’

তান্যার দাবি, এই বিতর্কের সূত্রপাত হয়েছিল ‘বিগ বস্‌’-এর ঘরের ভেতরের একটি সাধারণ কথোপকথন থেকে। তার ভাষায়, ‘জ়িশান তখন মজা করছিল। আমি বলেছিলাম, আমার সংস্থায় ১৫০ জন কর্মী রয়েছেন। সেটাকেই জ়িশান দেহরক্ষী বলে উল্লেখ করেছিলেন। পরে সেটাই ভুলভাবে ছড়িয়ে পড়ে।’

তবে ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেহরক্ষী রাখেন—এ কথা অস্বীকার করেননি তান্যা। যদিও ঠিক কত জন দেহরক্ষী তার সঙ্গে থাকেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

তান্যা মিত্তল মূলত আধ্যাত্মিকবিষয়ক কনটেন্ট তৈরি করে নেটদুনিয়ায় পরিচিতি পেয়েছেন। পাশাপাশি পোশাক ও প্রসাধনী নিয়েও তিনি কনটেন্ট বানান। নিজের ব্যবসাও রয়েছে তার। ‘বিগ বস্‌’ থেকে বেরিয়ে অভিনয়ের সুযোগও পাচ্ছেন তান্যা। জানা গেছে, তার মাসিক আয় প্রায় ৬ লাখ টাকা এবং এখন পর্যন্ত তিনি প্রায় ২ কোটি টাকার সম্পদের মালিক।

-বিথী রানী মণ্ডল