স্পিরিটয়ে প্রভাসের কোটিকাণ্ড, তৃপ্তি দিমরি পাচ্ছেন কত?

সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি ‘স্পিরিট’ ঘিরে আলোচনা যেন কিছুতেই থামছে না। বছরের শুরুতেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই কৌতূহল ও বিতর্ক—দুটোই নতুন করে চাঙা হয়েছে। ঝলকে দেখা গেছে প্রভাস ও তৃপ্তি দিমরিকে। একই সঙ্গে সামনে এসেছে এই দুই তারকার পারিশ্রমিকের অঙ্ক, যা এরই মধ্যে ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রে।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রভাস। বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতা ‘স্পিরিট’-এর জন্য নিচ্ছেন প্রায় ১৬০ কোটি রুপি—এমনটাই দাবি করছে ইন্ডাস্ট্রি সূত্র। সাধারণত প্রতি ছবিতে তিনি ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিলেও, এই ছবিতে অঙ্ক আরও বেড়েছে বলে জানা যাচ্ছে। যদিও ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’-এর জন্য তুলনামূলকভাবে কম, প্রায় ১০০ কোটি রুপি নিয়েছিলেন প্রভাস।

অন্যদিকে, নায়িকা হিসেবে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। প্রভাসের তুলনায় তার পারিশ্রমিক অনেক কম হলেও, ক্যারিয়ারের বিচারে এটি বড় এক ধাপ। শোনা যাচ্ছে, ‘স্পিরিট’-এ অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন ৪ থেকে ৬ কোটি রুপি। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার আলোচিত ছবি ‘অ্যানিম্যাল’-এ অভিনয়ের জন্য তৃপ্তির পারিশ্রমিক ছিল মাত্র ৪০ লাখ রুপি। সেখান থেকে কয়েক গুণ বৃদ্ধি তার জনপ্রিয়তা ও বাজারমূল্যের স্পষ্ট প্রমাণ বলে মনে করছেন অনেকে।

এই ছবির নায়িকার চরিত্রে প্রথমে দীপিকা পাড়ুকোনের নাম চূড়ান্ত হয়েছিল। তবে শোনা যায়, তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ না করা এবং প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিকের শর্ত দেন। সেই শর্তে পরিচালক রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ছবি থেকে সরে দাঁড়ান দীপিকা। এরপরই নায়িকা হিসেবে চূড়ান্ত হন তৃপ্তি দিমরি।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে ‘স্পিরিট’। ছবিটি ঘিরে প্রত্যাশা যে এখন থেকেই তুঙ্গে, তা বলাই বাহুল্য।

-বিথী রানী মণ্ডল