চ্যাটজিপিটিকে লাভজনক করতে বিজ্ঞাপনের পথে ওপেনএআই

ছবি: ঢাকা পোস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে লাভজনক করতে নতুন পথ খুঁজছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এআই প্রযুক্তির উন্নয়নে বিপুল বিনিয়োগ সত্ত্বেও এখনো পর্যন্ত চ্যাটজিপিটি থেকে প্রত্যাশিত আর্থিক লাভ আসেনি। ফলে পরিচালন ব্যয় সামাল দিতে ভবিষ্যতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রদর্শনের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যে জানা গেছে, চ্যাটজিপিটিতে কীভাবে বিজ্ঞাপন যুক্ত করা যায়—তা নিয়ে ওপেনএআইয়ের ভেতরে একাধিক নকশা ও কাঠামোর পরীক্ষামূলক কাজ চলছে। ইতিমধ্যে চ্যাটজিপিটির সাইডবারে কিছু বিজ্ঞাপন কাঠামো পরীক্ষামূলকভাবে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে ব্যবহারকারী যদি চ্যাটজিপিটির কাছে কোনো পণ্য বা সেবা কেনার পরামর্শ চান, তাহলে উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের তথ্য কিংবা বিজ্ঞাপন দেখানো হতে পারে।

যদিও ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান প্রকাশ্যে এখনো চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালুর বিষয়ে স্পষ্ট আগ্রহ দেখাননি, তবে বাস্তবতা হলো—চ্যাটজিপিটির মাধ্যমে প্রতিদিন বিপুলসংখ্যক ব্যবহারকারীর সঙ্গে দীর্ঘ ও বিস্তারিত কথোপকথন হচ্ছে। এই কথোপকথন থেকে সংগৃহীত তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত মূল্যবান হতে পারে। ফলে বিজ্ঞাপন বাজারে ওপেনএআইয়ের প্রবেশ গুগল, মেটা ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টদের দীর্ঘদিনের প্রভাবের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।

তবে বিজ্ঞাপন যুক্ত করার ক্ষেত্রে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে চায় ওপেনএআই। প্রতিষ্ঠানটির লক্ষ্য, বিজ্ঞাপনের কারণে যেন ব্যবহারকারীরা বিরক্ত না হন বা চ্যাটজিপিটির মূল ব্যবহারিক সুবিধা ব্যাহত না হয়। সে কারণেই ধীরে-সুস্থে এবং সতর্কতার সঙ্গে পরিকল্পনাটি এগোচ্ছে।

এদিকে কবে নাগাদ চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ওপেনএআই। বিশ্লেষকদের মতে, সব দিক বিবেচনায় নিয়ে এ উদ্যোগ বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস