ডিসি অফিসের সামনে ফুটওভার ব্রিজ থাকলেও কাজে আসছে না! ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, বাড়ছে দুর্ঘটনা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার করছেন না অধিকাংশ পথচারী। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পারাপার করতে গিয়ে ঘটছে ছোট–বড় দুর্ঘটনা। বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে।

নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সড়কগুলোর একটি হলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়–সংলগ্ন এলাকা। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, আদালত, ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণে এখানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন।
এই সড়কের ওপর পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মিত ফুটওভার ব্রিজটি থাকলেও বাস্তবে তা খুব একটা কাজে আসছে না। অধিকাংশ পথচারী ব্রিজ ব্যবহার না করে সরাসরি সড়ক পার হচ্ছেন। এতে করে দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে।

ঝুঁকির কারণ কী?
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুটওভার ব্রিজটির—
সিঁড়ি তুলনামূলকভাবে উঁচু,নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব,রাতে পর্যাপ্ত আলো না থাকা,বৃদ্ধ, নারী ,অসুস্থদের জন্য ব্যবহার কষ্টকর ।এসব কারণে অনেকেই ব্রিজ এড়িয়ে সরাসরি রাস্তা পার হচ্ছেন।

একজন পথচারী বলেন,
“ব্রিজে উঠতে গেলে সময় বেশি লাগে। অফিস টাইমে তাড়াহুড়ো থাকলে রাস্তা দিয়েই পার হতে হয়, যদিও ঝুঁকি থাকে।”

দুর্ঘটনা নিয়মিত ঘটনা
স্থানীয় দোকানদার ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, এই স্থানে কিছুদিন পরপরই মোটরসাইকেল, প্রাইভেটকার ও বাসের সঙ্গে পথচারীদের ধাক্কা লাগার ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে আহতদের দ্রুত হাসপাতালে নিতে হচ্ছে।

এক দোকানদার বলেন,
“প্রায়ই দেখি হঠাৎ মানুষ দৌড়ে রাস্তা পার হয়, গাড়ি ব্রেক কষে। বড় দুর্ঘটনা না হলেও ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে।”
প্রশাসনের নজরদারির দাবি
নগরবাসীর দাবি, শুধু ফুটওভার ব্রিজ নির্মাণ করলেই দায়িত্ব শেষ নয়। সেটিকে ব্যবহারযোগ্য ও নিরাপদ করতে

ব্রিজের সিঁড়ি ও রেলিং সংস্কার,পর্যাপ্ত আলো ও সিসিটিভি,নিচে ডিভাইডার বা ব্যারিকেড বসানো
নিয়মিত মনিটরিং ও সচেতনতা কার্যক্রম,জরুরি বলে মনে করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বার্তা প্রেরক
মাহমুদ কাওসার
নারায়ণগঞ্জ