খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শঙ্কর আজ সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন।

ঢাকায় পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রাণায় বর্মা, ঢাকার ভারতীয় হাইকমিশনের মুখপাত্র বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে বহন করা একটি বিশেষ ফ্লাইট সকাল ১১:৩০টায় ঢাকায় অবতরণ করে।

ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর ২টায় অনুষ্ঠিতব্য অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের বিদেশি অতিথি, রাজনৈতিক নেতা এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশ নেওয়ার আশা করা হচ্ছে।