ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় রাজশাহী ও রংপুরকে নিয়ে গড়া এক নম্বর জোন ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম ও সিলেটের চার নম্বর জোনকে।
পল্টনের মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৭ম মিনিটে পেনাল্টি কর্নার থেকে একমাত্র ও জয়সূচক গোলটি করেন রানী আক্তার রিয়া মনি। গুরুত্বপূর্ণ এই গোলের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
দিনের দ্বিতীয় ম্যাচে ছিল একতরফা লড়াই। ঢাকা ও ময়মনসিংহকে নিয়ে গড়া দুই নম্বর জোনকে ১২-০ ব্যবধানে হারায় বিকেএসপি, যারা টুর্নামেন্টে পাঁচ নম্বর জোন হিসেবে অংশ নিচ্ছে। এই ম্যাচে দারুণ পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিকেএসপির খেলোয়াড় রিয়াসা আক্তার রিশি।
এদিন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়।
এদিকে সরকার বুধবার জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করায় ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ জানুয়ারি টার্ফে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
ফাইনালে মুখোমুখি হবে বিকেএসপি এবং ঢাকা ও ময়মনসিংহকে নিয়ে গড়া জোন-২।









