বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় দলের একাধিক ক্রিকেটার এবং বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দল গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে লেখেন,
“বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, প্রিয়জন এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লেখেন, “মহান আল্লাহ তা’আলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাঁকে ক্ষমা করুন। তাঁর আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।”
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বিসিবির শোকবার্তার ছবি শেয়ার করে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি গভীর সমবেদনা। রাজনীতির দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান দেশের মানুষ মনে রাখবে। আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দান করুন।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শোক প্রকাশ করে লেখেন, “তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লেখেন, “এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।”
এদিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলোও শোক জানিয়েছে। রংপুর রাইডার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! সারা দেশের মতো শোকাহত রাইডার্স পরিবার। মহান আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।”
সিলেট টাইটানস শোকবার্তায় জানায়, “সিলেট টাইটানস পরিবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। দেশের ইতিহাসে এক বিশাল ব্যক্তিত্বকে আমরা হারালাম—একজন নেতা, যার সাহস ও নিবেদন লাখো মানুষের জন্য প্রেরণার উৎস।”
রাজশাহী ওয়ারিয়র্স তাদের পোস্টে লিখেছে, “একজন নেতা, যিনি কঠিন সময়েও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন। রাজশাহী ওয়ারিয়র্স পরিবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। চিরশান্তিতে বিশ্রাম করুন।”
এমইউএম/










