ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) থেকে অবনমিত হওয়া লিচেস্টার সিটি ইএফএল চ্যাম্পিয়নশিপেও এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না। মৌসুমের প্রথম ২৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা দশের বাইরে অবস্থান করছে বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর দল।
সোমবার রাতে ডার্বি কাউন্টির বিপক্ষে মাঠে নামে লিচেস্টার সিটি। এর আগের দুই ম্যাচে পরাজয়ের পর এই ম্যাচে শুরুর একাদশেই জায়গা পান হামজা চৌধুরী। কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় স্বাগতিকরা।
ম্যাচের শুরুটা দারুণ করে লিচেস্টার। খেলার ষষ্ঠ মিনিটে ববি ডে করডোভার গোলে এগিয়ে যায় দলটি। তবে মাত্র তিন মিনিট পরেই সমতায় ফেরে ডার্বি কাউন্টি। বিরতির ঠিক আগে জর্ডান জেমসের গোলে আবারও লিড নেয় লিচেস্টার সিটি।
ম্যাচে মোট ৫০ মিনিট মাঠে ছিলেন হামজা চৌধুরী। এরপর তাকে তুলে নিয়ে রিকার্ডো ডোমিঙ্গোসকে মাঠে নামান কোচ। হামজা মাঠ ছাড়ার আগেই লিচেস্টার তাদের দুই গোল করে ফেলে। বাকি সময় আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লিচেস্টার।
এই জয়ের পরও লিগ টেবিলে বড় কোনো উন্নতি হয়নি হামজাদের। ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিচেস্টার সিটি রয়েছে ১২তম স্থানে। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে ডার্বি কাউন্টি।
এদিকে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কোভেন্ট্রি সিটি, যারা ২৪ ম্যাচে সর্বোচ্চ ৫১ পয়েন্ট সংগ্রহ করেছে।
এমইউএম/










