আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২৪৩ (নাসিরনগর-১) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ অ্যাডভোকেট মো. ইসলাম উদ্দিন দুলাল।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট তিনি উৎসবমুখর পরিবেশে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন জমা শেষে প্রতিক্রিয়ায় মো. ইসলাম উদ্দিন দুলাল বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একটি গণতান্ত্রিক ও নিবন্ধিত রাজনৈতিক দল এবং তারা প্রচলিত নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থাশীল। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কালো টাকার অপব্যবহার এবং নির্বাচনকালীন হুমকি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
মনোনয়ন দাখিল কালে নাসিরনগরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান। নাসিরনগরে ইনসাফ ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘মোমবাতি’ প্রতীকে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
জায়েদ হোসেন,ব্রাহ্মণবাড়িয়া/










