টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক হাসপাতালে ভর্তি

গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম কেফায়েত উল্লা (২২)। তিনি টেকনাফের ২১ নম্বর চাকমার কুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা নজির উদ্দিনের ছেলে। আজ সোমবার ভোর চারটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ওই বাসিন্দাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম  বলেন, সীমান্ত এলাকায় গতকাল গোলাগুলি হয়েছে, হয়তো সেখানে ওই যুবক আহত হয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।

গতকাল রোববার সকালে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়েছে হুজাইফা আফনান (৯) নামের টেকনাফের এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) ভর্তি করা হয়েছে। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে।

মামুন/