কিশোরগঞ্জের হোসেনপুরে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মো. মোসাদ্দেক ভূঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক অধ্যাপক আজহারুল হক, হোসেনপুর উপজেলা শিবিরের সাবেক সভাপতি মো. রহমত আলী,শিবিরের সাধারন সম্পাদক রাকিব মিয়াসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াজ ইবনে জসিম, সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; আইনুল ইসলাম ঝলক, যুগ্ম সদস্যসচিব, এনসিপি কিশোরগঞ্জ জেলা; আরিফুল ইসলাম আরিফ, সংগঠক, এনসিপি কিশোরগঞ্জ জেলা; এবং রেজাউল নাহিদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব, এনসিপি কিশোরগঞ্জ জেলা।
এছাড়াও জেলা এনসিপির অন্যান্য নেতাদের মধ্যে সাব্বীর, মুরাদ সাজন, রাসেল, আল মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন অফিসের মাধ্যমে এলাকায় দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে এনসিপির যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
মোঃ শামছুল হক
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি










