নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে ক্রিকেট ভক্ত ও বিশ্লেষকদের মাঝে ব্যাপক সমালোচনা চললেও , সাবেক অধিনায়ক ও বিসিবি কোচ রাজিন সালেহ এর ভিন্ন মত পোষন করেছেন। তার মতে, শান্তর ওপর যে ধরনের সমালোচনা হচ্ছে তা কিছুটা বাড়াবাড়ি এবং বর্তমান পরিস্থিতিতে তাকে যথাযথ সমর্থন দেওয়া প্রয়োজন।
প্রথম ম্যাচে দলকে জেতানো সেঞ্চুরি। পরের ম্যাচও দলের সর্বোচ্চ ইনিংস। দুই ম্যাচে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দেখে সিদ্ধান্তে পৌঁছে গেছেন রাজিন সালেহ। রাজশাহী ওয়ারিয়র্সের সহকারী কোচের মতে, সমালোচকদের ভুল প্রমাণ করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
শান্তর টি-টোয়েন্টি ব্যাটিং নিয়ে প্রশ্ন অনেক দিনের। তার ব্যাটিংয়ের ধরন, স্ট্রাইক রেট, কার্যকারিতা, উপযোগীতা, সবই প্রশ্নবিদ্ধ হয়েছে নানা সময়ে। এজন্য শুধু বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বই হারাননি, দলে জায়গাও হারিয়েছেন।
তবে এবারের বিপিএলের শুরুটা তার দারুণ হয়েছে। গত বিপিএলে ৫ ম্যাচ খেলে ৫৬ রান করা ব্যাটসম্যান এবার প্রথম ম্যাচেই করেছেন ৬০ বলে অপরাজিত ১০১। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের ১৯০ রানের চ্যালেঞ্জ টপকে রাজশাহী জিততে পারে মূলত শান্তর শতরানে।
পরের ম্যাচেও শুরুটা ভালো করেন শান্ত। অবশ্য ইনিংস বড় করতে পারেননি। এবার আউট হয়ে যান ২৮ বলে ৩৭ রানে। তবে দলের ব্যর্থতার ম্যাচে সর্বোচ্চ ইনিংস ছিল এটিই।
টুর্নামেন্টের প্রথম দুই দিন শেষে রানের তালিকায় শীর্ষে শান্ত। ১৩৮ রান করেছেন ১৫৬.৮১ স্ট্রাইক রেটে।
স্রেফ দুই ম্যাচ দেখে কিছু বিবেচনা করা বা রায় দিয়ে ফেলা কঠিন। তবে সিলেটে রোববার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজিন বললেন, জবাব দেওয়ার মতো যথেষ্ট কিছু করে ফেলেছেন শান্ত।
“শান্তর যে সহজাত খেলাটা… ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, এটা নিতান্তই ভুল, ও প্রমাণ করেছে। ওর সহজাত খেলছে খেলছে এবং পারফর্ম করছে।”
তিনে নেমে শান্ত ভালো করলেও রাজশাহীর দুই ওপেনার জ্বলে উঠতে পারেননি এক ম্যাচেও। সাহিবজাদা ফারহান প্রথম ম্যাচে ২০ রান করার পর দ্বিতীয় ম্যাচে আউট হয়েছেন প্রথম বলেই। তানজিদ হাসান ১০ রান দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচে ফিরেছেন ২০ রানে।
টপ অর্ডারের ভালো করার অপেক্ষায় আছে দল, বললেন রাজিন। বিশেষ করে, আশা নিয়ে তাকিয়ে তিনি তানজিদের ব্যাটে।
“টপ অর্ডার আমাদের একটু ভেঙে পড়ছে। ওখান থেকে কিছু অবদান এলে আমাদের জন্য ভালো হতো। আমি মনে করি, তামিম (তানজিদ হাসান) আছে আমাদের পারফরমার, ও পারফর্ম করবে। আমর মুখিয়ে আছি ওর পারফরম্যান্সের জন্য।”
রাজশাহীর একাদশে প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি আকবর আলি। তার নেতৃত্বে গত মাসে রাইজিং স্টার্স এশিয়া কাপে ফাইনাল খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। এর আগে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে তার নেতৃত্বেই শিরোপা জিতেছে রংপুর। কিন্তু বিপিএলে তাকে অপেক্ষা করতে হচ্ছে মাঠে নামতেই।
তবে রাজিন বললেন, দলের প্রয়োজন বুঝেই তারা একাদশ সাজাচ্ছেন।
“আমাদের যারা বাইরে বসে আছে, প্রতিটি ক্রিকেটারই পারফরমার। ঘরোয়া ক্রিকেটে ওরা সবাই পারফরমার। অবশ্যই আকবর ভালো ক্রিকেটার। তবে আমাদের টিম কম্বিনেশনে যেভাবে চিন্তাভাবনা করা হয়, সেভাবেই দল গড়া হয়। আমরা তো ক্রিকেটারদের কথা চিন্তা করি না, দলের চিন্তা করি। দলের যে পরিস্থিতি আসে, সেভাবে দল গড়ি।”
মামুন/










