চা খেয়েই টি ব্যাগ ফেলে দেন? এই টি ব্যাগটি ত্বকের যত্নের সাথে সাথে ঘর পরিষ্কারের কত কাজে লাগে জানেন? পানিতে ভেজা চা পাতার এই ব্যাগগুলি ঘরের নানা কাজে কার্যকরী ভূমিকা পালন করে। তবে সব টি ব্যাগই পরিবেশবান্ধব নয়। তাই পুনর্ব্যবহার করলে পরিবেশও দূষণমুক্ত হয়। পানিতে ভেজা চা পাতার এই ব্যাগগুলি নানা কাজে দারুণ কার্যকরী। টি ব্যাগগুলি দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে। এখন আমরা জেনে নিন-
ত্বকের ব্রণের দাগ দুর করতে
চা খেয়ে টি ব্যাগ ফেলে দেন? ত্বকে ব্রণর দাগ তুলতে এর জুড়ি মেলা ভার! চা তৈরি হয়ে গেলে ব্যবহৃত এক বা দু’টি টি-ব্যাগ ফ্রিজে রেখে দিন। ত্বক ভালভাবে পরিষ্কার করার পর ব্রণর জায়গায় টি-ব্যাগ হালকা করে ঘষলে উপকার পাওয়া যায়। চায়ের উপাদান ব্রণর লালচে ভাব ও প্রদাহ কমাতে সাহায্য করে।
কাটা–ছেঁড়ার ক্ষেত্রে
চায়ে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট ও অ্যান্টিসেপটিক উপাদান ছোটখাটো কাটা-ছেঁড়ার ক্ষেত্রে উপকারী। শরীরের কোনও অংশ কেটে গেলে ব্যবহৃত টি-ব্যাগ কেটে যাওয়া জায়গায় চেপে ধরলে রক্তপাত কমে এবং জ্বালাভাবও অনেকটাই প্রশমিত হয়।
বাসনপত্র পরিষ্কার
বাসনপত্র পরিষ্কার করতেও টি-ব্যাগ বেশ কার্যকর। বিশেষ করে যাদের সাবান বা ডিটারজেন্টে অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের জন্য এটি ভাল বিকল্প। টি-ব্যাগ দিয়ে বাসন ঘষলে তেলের দাগ সহজেই উঠে যায় এবং বাসন ঝকঝকে হয়।
রান্নাঘরে গন্ধ কাটাতে
দুর্গন্ধ দূর করতেও টি-ব্যাগ দারুণ কার্যকর। রান্নাঘরে মাছ বা রসুনের কড়া গন্ধ, জুতো কিংবা ফ্রিজের বাজে গন্ধ কাটাতে শুকনো টি-ব্যাগ রেখে দিন। দেখবেন ধীরে ধীরে গন্ধ অনেকটাই কমে যাবে।
পাপোষ বা কার্পেটের গন্ধ দূর করে
পাপোষ বা কার্পেট বার বার সাবান-জলে ধুলে নষ্ট হয়ে যায়। এ দিকে গন্ধের সঙ্গে মোকাবিলা করা মুশকিল। সে ক্ষেত্রে টি ব্যাগ ব্যবহার করতে পারেন। চা খাওয়ার পর টি ব্যাগগুলি শুকিয়ে নিন। তার পর ব্যাগ ছিঁড়ে চায়ের গুঁড়ো ছড়িয়ে দিন কার্পেটে। ১৫-২০ মিনিট সে ভাবেই রেখে দিন। এর পর ঝাঁটা বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলুন। দুর্গন্ধ দূর করতে সুবিধা হবে এতে। কোনও রাসায়নিক ব্যবহার না করেই উপকার মিলবে।
সাবিনা নাঈম










