অল্প বয়সে চুল পড়ার কারণ

আলোকিত স্বদেশ ডেস্কঃ 

চুল পড়া বা টাক হওয়ার বিষয়টা ভাবলেই সাধারণত প্রাপ্ত বয়স্কদের কথা মনে হয়। বিভিন্ন কারণে কম বয়সেই চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
ইদানীং কিশোর কিশোরীরা ও এই সমস্যাতে ভুগছেন । কম বয়সে চুল পড়ে যাবার বেশ কিছু কারণ রয়েছে।

১. হরমোনের পরিবর্তন। ২. অপর্যাপ্ত পুষ্টি। ৩. অতিরিক্ত মানসিক চাপ। ৪. ওষুধ। ৫. অতিরিক্ত স্টাইলিং। ৬. ট্র্যাকশন অ্যালোপেসিয়া (শক্ত করে চুল বাঁধা বা কোনো কারণে টান লাগা থেকে চুল পড়া)। ৭. অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া (বিভিন্ন কারণে মাথার মধ্যভাগ থেকে চুল পড়া)। ৮. অ্যালোপেসিয়া এরিয়াটা (রোগ প্রতিরোধ ব্যবস্থার বিপরীত প্রতিক্রিয়া কারণে চুল পড়া)। ৯. ট্রিকোটিলোম্যানিয়া (চুল টানার অভ্যাস)। ১০. স্বাস্থ্যগত সমস্যা। ১১. কোভিড।

টেলোজেন বা শেডিং পর্যায় হল চুল বৃদ্ধি চক্রের সময়ের বিশ্রাম পর্যায়।
এই টেলোজেন অবস্থা অনেক সময় স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘ হয়। বিশেষ করে কোভিড থেকে ভালো হওয়ার পর এই অবস্থা অনেকের মাঝেই দেখা গেছে। যে কারণে চুল পড়ার মাত্রা বৃদ্ধি পায়। অন্যদিকে চুল গজায় দেরিতে।