দীর্ঘ ১৬ বছরের বিরতির পর আজ রোববার (২৮ ডিসেম্বর) অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হতে চলেছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে প্রায় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী এতে অংশ নেবে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আজ বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এরপর সোমবার (২৯ ডিসেম্বর) ইংরেজি, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণিত এবং বুধবার (৩১ ডিসেম্বর) বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে প্রস্তুত করা হয়েছে।পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে মূল্যায়ন করা হবে—বাংলা, ইংরেজি, গণিত (প্রতিটি ১০০ নম্বরের) এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (প্রতিটি ৫০ নম্বরের)। মোট ৪০০ নম্বরের ওপর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন পরীক্ষা কক্ষ পরিদর্শক (ইনভিজিলেটর) নিয়োগ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে শিক্ষার্থীরা অনুমোদিত ৮ মডেলের নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে—ক্যাসিও ব্র্যান্ডের Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW। সাধারণ নন-সায়েন্টিফিক ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। অনুমোদিত মডেলের বাইরে কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিষিদ্ধ।
নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পড়া অষ্টম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের নির্বাচন হয়েছে সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে।










