ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিকের খুব কাছেই পৌঁছে গিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে ম্যাচে তিনবার বল জালে পাঠালেও ভিএআর-এর কারণে বাতিল হয় তার তৃতীয় গোল। ফলে হ্যাটট্রিক না হলেও জোড়া গোল করে আল নাসরের ৩-০ ব্যবধানের জয়ের নায়ক হন পর্তুগিজ মহাতারকা।
আল নাসরের হয়ে বাকি গোলটি করেন রোনালদোর স্বদেশি সতীর্থ জোয়াও ফেলিক্স। এক মাসেরও বেশি সময় পর লিগের ম্যাচে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই দুই গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসের ৬৫ বছরের পুরোনো এক রেকর্ডে ভাগ বসিয়েছেন রোনালদো। ৩০ বছর বয়স পার করার পর সর্বোচ্চ গোলের রেকর্ডটি এতদিন এককভাবে ধরে রেখেছিলেন ইংলিশ ফুটবলার রনি রুক। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক সংস্থা রেক.স্পোর্ট.সকার স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশন (আরএসএসএসএফ)-এর তথ্য অনুযায়ী, রুকের ৩০–এর পর করা গোলসংখ্যা ছিল ৪৯৩টি। আল আখদৌদের বিপক্ষে জোড়া গোল করে সেই সংখ্যায় পৌঁছেছেন রোনালদো।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে ৩০ বছরে পা রাখার আগে রোনালদো খেলেছিলেন ৭১৮ ম্যাচ, যেখানে তার গোলসংখ্যা ছিল ৪৬৩। অথচ বয়স ৩০ পেরোনোর পর গত এক দশকে তিনি করেছেন ৪৯৩ গোল—যা প্রমাণ করে, বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা। বর্তমানে তার গোল করার গড় প্রতি ১২২ মিনিটে একটি।
রনি রুক ১৯৪১ সালে ৩০ বছরে পা রাখার পর প্রায় ২০ বছর ইউরোপের বিভিন্ন স্তরে ফুটবল খেলেছেন। আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেসের হয়ে খেললেও তার সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে ফুলহ্যামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও যুদ্ধকালীন সময়ে ফুলহ্যামের হয়ে তিনি শতাধিক ম্যাচে দুই শতাধিক গোল করেন। এমনকি যুদ্ধকালীন সময়েও রয়্যাল এয়ার ফোর্সে (আরএএফ) দায়িত্ব পালনের পাশাপাশি ফুটবল চালিয়ে গেছেন তিনি।
সব মিলিয়ে, ৩০ বছর বয়সের পর করা তার ৪৯৩ গোলের রেকর্ডটি ১৯৬১ সালে অবসরের পর থেকে এতদিন অক্ষত ছিল।
আল আখদৌদের বিপক্ষে ম্যাচে ৩১ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় গোল করেই ইতিহাসের পাতায় রনি রুকের পাশে নিজের নাম লেখান তিনি।
রোনালদোর বর্তমান ফিটনেস ও গোলক্ষুধা বিবেচনায় এই রেকর্ড ভেঙে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। আগামী ৩০ ডিসেম্বর আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচেই হয়তো এককভাবে রেকর্ডটির মালিক হবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
বর্তমানে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬-এ। ফুটবল ইতিহাসে বিরল হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে সিআর সেভেন।
এম ইউএম/










