ঘরোয়া লিগে রোহিত-কোহলি, আলোচনায় এলো পারিশ্রমিক

বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামার মাধ্যমে দীর্ঘদিন পর ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ঘরোয়া ক্রিকেটে ফেরায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই দুই তারকা। তাদের উপস্থিতিতে যেমন টুর্নামেন্টের গুরুত্ব বেড়েছে, তেমনি সামনে এসেছে বিজয় হাজারে ট্রফির পারিশ্রমিক কাঠামোও।

আইপিএলের মতো কোটি টাকার জৌলুশ না থাকলেও ভারতের ঘরোয়া লিস্ট–এ ক্রিকেটের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয় বিজয় হাজারে ট্রফি। ২০২৫–২৬ মৌসুমে এই টুর্নামেন্টে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারিত হচ্ছে বিসিসিআইয়ের স্তরভিত্তিক কাঠামো অনুযায়ী, যেখানে অভিজ্ঞতাকে মূল মানদণ্ড ধরা হয়েছে।

বিজয় হাজারে ট্রফিতে খেলোয়াড়দের ম্যাচ ফি নির্ভর করে তারা কতটি লিস্ট–এ ম্যাচ খেলেছেন তার ওপর। ৪০টির বেশি লিস্ট–এ ম্যাচ খেলা ক্রিকেটাররা পড়েন সিনিয়র ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতেই রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

সিনিয়র ক্যাটাগরির খেলোয়াড়রা একাদশে থাকলে ম্যাচপ্রতি পান ৬০ হাজার রুপি। আর রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকলে ম্যাচপ্রতি পারিশ্রমিক ৩০ হাজার রুপি। চলতি মৌসুমে কোহলি ও রোহিত—দুজনই ম্যাচপ্রতি ৬০ হাজার রুপি করে পাচ্ছেন, যা অন্য অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটারদের সমান।

২১ থেকে ৪০টি লিস্ট–এ ম্যাচ খেলা ক্রিকেটাররা মাঝারি স্তরের ক্যাটাগরিতে পড়েন। তারা একাদশে থাকলে ম্যাচপ্রতি পান ৫০ হাজার রুপি এবং রিজার্ভ হলে ২৫ হাজার রুপি। আর ০ থেকে ২০টি লিস্ট–এ ম্যাচ খেলা জুনিয়র ক্যাটাগরির ক্রিকেটাররা একাদশে থাকলে পান ৪০ হাজার রুপি, রিজার্ভ হিসেবে পান ২০ হাজার রুপি।

চলতি মৌসুমে বিরাট কোহলি দিল্লির হয়ে এবং রোহিত শর্মা মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। ঘরোয়া ক্রিকেটে এই আয় আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় অনেক কম। বিসিসিআইয়ের চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে ওয়ানডে ম্যাচ খেললে তারা ম্যাচপ্রতি প্রায় ৬ লাখ রুপি করে পান।

তবে বিজয় হাজারে ট্রফিতে আয় শুধু ম্যাচ ফির মধ্যেই সীমাবদ্ধ নয়। খেলোয়াড়রা দৈনিক ভাতা পান, যা যাতায়াত, থাকা ও খাবারের খরচ মেটাতে সহায়তা করে। পাশাপাশি ম্যাচসেরার পুরস্কার হিসেবে সাধারণত ১০ হাজার রুপি নগদ অর্থ দেওয়া হয়। নকআউট পর্ব ও ফাইনালে ওঠা দলগুলোও বড় অঙ্কের প্রাইজমানি পায়, যা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

সব মিলিয়ে ম্যাচপ্রতি ৬০ হাজার রুপির নির্ধারিত পারিশ্রমিকের পাশাপাশি ভালো পারফরম্যান্সের মাধ্যমে বিজয় হাজারে ট্রফিতে কোহলি ও রোহিতের আয় আরও বাড়ানোর সুযোগ থাকছে।

এমইউএম/