তারেক রহমান ও জাইমা রহমানের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সম্পন্ন

ছবি: যমুনা টিভি

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি এ সংক্রান্ত সব প্রক্রিয়া শেষ করেন।

এনআইডির জন্য তারেক রহমান আগে অনলাইনে ভোটার ফরম পূরণ করেন এবং এরপর আগারগাঁও নির্বাচন অফিসে গিয়ে ছবি তোলা, ফিঙ্গার, আইরিশ ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেন। তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছেন।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, ফিঙ্গার প্রক্রিয়া শেষে ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমান এনআইডি পাবেন। এদিন একসঙ্গে তার মেয়ে জাইমা রহমানও জাতীয় পরিচয় পত্রের নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত করা হবে কি না, সে বিষয়ে রোববার কমিশনের সিদ্ধান্ত আসবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার আহমেদ। তিনি জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী দুজনেরই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বায়োমেট্রিক কার্যক্রম শেষ করা হয়েছে। পরবর্তী ধাপে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে তারেক রহমান আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হন। সেখানে তিনি ভোটার নিবন্ধনের অংশ হিসেবে আঙুলের ছাপ ও চোখের আইরিস প্রদান করেন। একই সময়ে তাঁর কন্যা জাইমা রহমানও প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন।

ভোটার নিবন্ধন কার্যক্রমকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়।

ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন সম্পন্ন হওয়া মানেই ভোটার তালিকায় নাম যুক্ত হয়ে গেছে—এমনটি নয়। প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী যাচাই শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে রোববার ইসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সাবরিনা/