মাঠেই হার্ট অ্যাটাক করলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে দেশের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস। দুপুর ১টায় ম্যাচ শুরুর আগে নিয়ম অনুযায়ী টস অনুষ্ঠিত হয়। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

টসের কিছুক্ষণ পরই মাঠে অসুস্থ হয়ে পড়েন মাহবুব আলি জাকি। হঠাৎ জ্ঞান হারালে তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয় এবং কয়েক দফা সিপিআর প্রয়োগ করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে মাহবুব আলি জাকির বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগে বিশেষজ্ঞ পেস বোলিং কোচ হিসেবেও কর্মরত ছিলেন।

খেলোয়াড়ি জীবনে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলার হয়ে প্রতিনিধিত্ব করেন জাকি। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও ধানমন্ডির মতো শীর্ষস্থানীয় ক্লাবের হয়েও খেলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হন কুমিল্লার এই ক্রিকেট ব্যক্তিত্ব। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে কোচ হিসেবে যোগ দেন মাহবুব আলি জাকি। এরপর দীর্ঘ সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করে দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখেন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এমইউএম/