ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-এর অষ্টম সমাবর্তন অনুষ্ঠান আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে। সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এ শিক্ষানুষ্ঠানের, যেখানে উপস্থিত রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিরা।
রাষ্ট্রপতির প্রতিনিধি এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সমাবর্তনে সভাপতিত্ব করছেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, আর সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-চ্যাম্পেইনের ইঞ্জিনিয়ারিং অনুষদের বিশিষ্ট অধ্যাপক ড. এম. তাহের এ. সাইফ।
এই সমাবর্তনে মোট ১,৭৩৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখছেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।










