বিপিএলের ট্রফি নেইঃ অব্যবস্থাপনার ষোলোকলা পূর্ণ

নানা নাটকীয়তা, অব্যবস্থাপনা আর বিতর্কের কালো মেঘ সঙ্গী করেই আজ (শুক্রবার) পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। তবে টুর্নামেন্ট শুরুর দিনে গ্যালারিতে দর্শক থাকলেও মাঠের আনুষ্ঠানিকতায় ছিল বড় এক শূন্যতা। বিশ্ব ক্রিকেটে যেকোনো বড় টুর্নামেন্টের শুরুতে ট্রফি উন্মোচন প্রথা থাকলেও, বিপিএলের এবারের আসর শুরু হয়েছে ট্রফি ছাড়াই!

ট্রফি নেই, নেই ‘ক্যাপ্টেনস ডে’

বিপিএলের ইতিহাসে সম্ভবত এটিই প্রথম যে, টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও ট্রফি এখনো দেশে পৌঁছায়নি। জানা গেছে, ট্রফিটি বিদেশ থেকে আসার কথা থাকলেও তা সময়মতো এসে না পৌঁছানোয় গতকাল ঐতিহ্যবাহী ‘ক্যাপ্টেনস ডে’ বা ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশনও বাতিল করতে হয়েছে। মাঠের লড়াই শুরু হলেও ট্রফি কোথায়—সেই প্রশ্ন এখন সমর্থকদের মুখে মুখে।

মালিকানা সংকট ও কোচদের অভিমান

মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরের লড়াই ছিল বেশ তুঙ্গে। আসর শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে চরম জটিলতা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে বিসিবি নিজেই দলটির দায়িত্ব গ্রহণ করে। অন্যদিকে, নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরেও তৈরি হয় নেতিবাচক পরিস্থিতি। অব্যবস্থাপনার অভিযোগ তুলে অনুশীলন ছেড়ে চলে যান প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। যদিও বিসিবির হস্তক্ষেপে পরবর্তীতে তারা মান ভাঙিয়ে দলে ফিরেছেন।

নিরাপত্তায় কাটছাঁট, তবে সুর আর তালের ছোঁয়া

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে সেটি বাতিল করা হয়। তবে বিসিবি শেষ মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট পরিসরে কিছু আয়োজনের ব্যবস্থা করে। বিপিএল সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হাজার হাজার বেলুন উড়িয়ে আসরের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের আগে জাতীয় সঙ্গীত, কোরআন তিলাওয়াত এবং শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মাঠের লড়াই ও সাংস্কৃতিক আয়োজন

সিলেটের মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। প্রথম ম্যাচের বিরতিতে ফুয়াদ মুক্তাদিরের কোরিওগ্রাফিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে, যেখানে ছয়টি দলের জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এই অনুষ্ঠান শেষে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

বিতর্ক আর অব্যবস্থাপনার এই তকমা ঝেড়ে ফেলে শেষ পর্যন্ত ক্রিকেটীয় রোমাঞ্চই মুখ্য হয়ে উঠবে কি না, তা সময়ই বলে দেবে।

-এম. এইচ. মামুন