বিএনপি প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে জামায়াত নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর এক নেতার ওপর হামলা চালিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এই ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিন স্থানীয় জামায়াতের বায়তুলমাল সম্পাদক। এই ঘটনার প্রতিবাদে রাতে পাথরঘাটা শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জামায়াতে ইসলামীর ৩-৪ জন নারী কর্মী দলীয় প্রচারণার কাজে রুহিতা এলাকায় যান। তারা ওই এলাকার বিএনপি কর্মী ও বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনির সমর্থক নূর আলমের বাড়ির সামনে পৌঁছালে নূর আলম তাদের গালমন্দ শুরু করেন। খবর পেয়ে জামায়াত নেতা নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে নূর আলম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার ওপর হামলা চালান। হামলায় নাসির উদ্দিনের ডান পা ভেঙে যায়।

আহত নাসির উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন নাসির উদ্দিন বলেন, “আমাদের নারী কর্মীদের গালমন্দের প্রতিবাদ করতে গেলে নূর আলম সরাসরি আমার ওপর হামলা চালায়। নির্বাচনের আগেই এমন পরিস্থিতি হলে ভবিষ্যতে কী হবে তা নিয়ে আমরা শঙ্কিত।”

হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই পাথরঘাটা শহরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তারা অবিলম্বে অভিযুক্ত নূর আলমকে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে অভিযুক্ত নূর আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, “রাজনৈতিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলার খবর পেয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

-এম. এইচ. মামুন