অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টের ১২ সদস্যের দলে বড় চমক রেখেছে স্বাগতিক দল। কোনও বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই পুরোপুরি পেস নির্ভর দল সাজিয়েছে স্বাগতিকরা। এদিকে অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ।
কাঁধের অস্ত্রোপচার শেষে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে ২০২১ সালের পর আবারও টেস্ট দলে ফিরেছেন পেসার ঝাই রিচার্ডসন। প্রথম দুই টেস্টে খেলা ব্রেন্ডন ডগেট এবং গোলাপী বলের টেস্টে খেলা মাইকেল নেসারকেও রাখা হয়েছে এই স্কোয়াডে।
অ্যাডিলেড টেস্টে মাথা ঘোরা জনিত সমস্যার কারণে খেলতে পারেননি স্মিথ। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘পিচে ১০ মিলিমিটার ঘাস আছে, বেশ সবুজ। আমার মনে হয় আবহাওয়া এবং উইকেট দুই-ই পেসারদের বেশ সুবিধা দেবে। এমন কন্ডিশনে সিম বোলারদের সামলানো কঠিন হবে।’
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১২ সদস্যের দল: ট্রাভিস হেড, জেক ওয়েদারল্ড, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট, মাইকেল নেসার ও ঝাই রিচার্ডসন।










