দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হচ্ছে প্রথম সমাবর্তন। আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় খেলার মাঠে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নেবেন ৪ হাজার ১২৬ জন গ্র্যাজুয়েট। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ফাইবার সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. জুংগাই ওয়াং, এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
সমাবর্তন উপলক্ষে নতুন সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। ভবনের দেয়ালে রঙের প্রলেপ, নতুন সিসিটিভি ক্যামেরা, ব্যানার-ফেস্টুন, রঙিন আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় মুখরিত বুটেক্সের একদল তরুণ-তরুণী আগামী দিনের টেক্সটাইল শিল্পে নেতৃত্ব দিতে প্রস্তুত। অনুষদভিত্তিক অংশগ্রহণে শীর্ষে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদ—যেখান থেকে ৮৮৭ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিচ্ছেন। সার্বিক নিরাপত্তায় থাকবে র্যাব, এনএসআই, ডিএমপি ও দাঙ্গা পুলিশ, আর অতিথিদের জন্য নির্ধারিত পার্কিং সুবিধা থাকবে ওসমানী হলে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ মামুন কবির বলেন, পনেরো বছর পর সমাবর্তনের আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হলেও এটি বাস্তবায়ন করতে পেরে তারা গর্বিত। উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “প্রথম সমাবর্তন আমাদের শতবর্ষীয় যাত্রার প্রতীক। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা পেশাজীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবে, যেখানে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তাদের মূল ভিত্তি।”
অর্ণব চাকমা/










