টুথপেস্টের দিয়ে আরও যা যা করা যায়!

দাঁত মাজার জন্য টুথপেস্টের কোনো বিকল্প নেই। দাঁত পরিষ্কার রাখার অন্যতম স্বাস্থ্যকর উপায় টুথপেস্ট দিতে দাঁত মাজা। তবে দাঁত পরিষ্কার ছাড়াও নিত্যদিনের অনেক কাজেই টুথপেস্ট ব্যবহার করা যায়। নানা জিনিস পরিস্কার রাখতে টুথপেস্টেই সমস্যার সমাধান হতে পারে। বিশেষ করে আসবাব পরিষ্কারের ক্ষেত্রে দাঁত পরিস্কার বিশেষ উপকারী। তবে তা ব্যবহারের পদ্ধতি জানা থাকলে সুবিধা হবে।

গয়না পরিষ্কার: রুপার গয়না বা হীরার ওপর টুথপেস্ট লাগিয়ে ব্রাশ করে নরম কাপড় দিয়ে মুছে নিলে ঝকঝকে হয়ে যায়।

রান্না ঘরের জিনিসপত্র পরিস্কার: রান্না ঘরে স্টিলের বেসিন নিয়মিত পরিষ্কার না করলে তাতে কড়া দাগ হতে পারে। অনেক সময়ে সাধারণ সাবান দিয়ে তা পরিষ্কার করা যায় না। এ ক্ষেত্রে কাজে আসবে টুথপেস্ট। শুকনো বেসিনে কিছুটা পেস্ট মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। তার পর পানি এবং ছোবড়া দিয়ে তা ঘষে তুলে নিলেই চকচক করবে বেসিন। বাসনে চা, কফি বা তেলের দাগ অনেক সময়ে সাবানে পরিষ্কার হয় না। সে ক্ষেত্রে কাজে আসে টুথপেস্ট। দাগের উপর পেস্ট ভাল করে ঘষে নিয়ে কিছুক্ষণ পরে পানি দিয়ে পাত্রটিকে ধুয়ে নিতে হবে।

কাঁচ ও শাওয়ারের দরজা পরিষ্কার: জানলার কাঁচ, আয়না ও শাওয়ারের কাঁচের দরজা পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। একটি কাপড়ে সামান্য টুথপেস্ট নিয়ে কাচের উপর ঘষলে তা সহজেই পরিষ্কার হবে।

ঘর পরিস্কার: ঘর মোছার সময়ে সাবান বা ফিনাইল না থাকলে টুথপেস্ট ব্যবহার করা যায়। ঘর মোছার পানিতে সামান্য টুথপেস্ট ফেলে ভাল করে গুলে নিতে হবে। তার পর তা দিয়ে ঘরের মেঝে মুছে নেওয়া যায়।

জুতা পরিস্কার: চামড়ার জুতো আর্দ্রতা সহ বিভিন্ন কারণে ফ্যাকাশে বর্ণ ধারণ করে। আবার সাদা স্নিকার্সের ক্ষেত্রেও কোনও দাগ তোলা কঠিন হতে পারে। উভয় ক্ষেত্রেই দাগ দূর করে জুতোর ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে পারে টুথপেস্ট।

পোশাক পরিস্কার: পোশাক থেকে কলমের কালির দাগ ওঠাতে পারেন টুথপেস্টের সাহায্যে। কালিযুক্ত অংশে টুথপেস্ট লাগিয়ে নরম ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষুন। পানি দিয়ে কাপড় ধুয়ে রোদে শুকান।

ফেসের ব্ল্যাকহেডস ওঠানো: ২ চা চামচ লবণ ও ১ চা চামচ টুথপেস্ট একসঙ্গে মেশান। মিশ্রণটি পুরু করে লাগান যেখানে ব্ল্যাকহেডস রয়েছে সেখানে। কয়েক মিনিট ম্যাসাজ করুন ধীরে ধীরে। মিশ্রণটি ৫ মিনিট রেখে দিন ত্বকে। হালকা গরম পানি ও মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন ত্বল। স্ক্রাবারটি বন্ধ হয়ে যাওয়া লোমকূপের গভীর থেকে দূর করবে ময়লা ও দূর করবে ব্ল্যাকহেডস। 

কার্পেট পরিস্কার: কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন। 

ইস্ত্রি পরিস্কার: ইস্ত্রিতে কালচে দাগ পড়লে কাপড়ে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিলে দাগ কালচে দাগ উঠে যাবে।

চুলে চুইংগাম আটকালে: চুলে চুইংগাম লাগলে ওপরে কিছুটা টুথপেস্ট লাগিয়ে দিন। খানিকক্ষণ পর উঠে যাবে চুইংগাম। 

দেওয়াল পরিস্কার: ঘরে শিশু থাকলে দেয়ালে আঁকাআঁকির নিত্য দিনের ঘটনা। দাগের উপর সাদা টুথপেস্ট লাগিয়ে স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে নিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন দেয়াল। দাগ চলে যাবে।

গাড়ির হেডলাইট পরিস্কার: গাড়ির হেডলাইটে স্ক্র্যাচ পড়লে প্রথমে সাবান পানি দিয়ে ধুয়ে নিন। তারপর টুথপেস্ট লাগিয়ে শুকনা কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন। ঝকঝকে হবে লাইট।

পোকামাকড়ে কামড়: পোকামাকড়ের কামড়ে চুলকানি হলে টুথপেস্ট লাগালে আরাম মেলে (নন-জেল হলে ভালো)।

সানা