তারেক রহমানকে সমর্থন দিয়ে এনসিপি ছাড়লেন শীর্ষ নেতা

জুলাই গণ–অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে মীর আরশাদুল জানান, চট্টগ্রাম–১৬ আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবেও তিনি আর নির্বাচন করবেন না। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার দিনেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি লেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলেও এনসিপি তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। দল ও নেতৃত্ব ভুল পথে রয়েছে বলে মনে করেন তিনি। এ কারণে এনসিপির সঙ্গে সব রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন, তবে ব্যক্তিগত সম্পর্ক থাকবে বলে উল্লেখ করেন।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্রে উত্তরণ ও স্থিতিশীলতার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মীর আরশাদুল। তারেক রহমানের স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থানকেন্দ্রিক ভিশনে তিনি আকৃষ্ট হয়েছেন বলে জানান।

এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা ইস্যুতে এনসিপির ভেতরে মতবিরোধ রয়েছে, আর সেই মতানৈক্যের অংশ হিসেবেই মীর আরশাদুলের পদত্যাগ।

যোগাযোগ করা হলে মীর আরশাদুল বলেন, দেশের স্বার্থে তিনি বিএনপি ও তারেক রহমানকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

এমইউএম/